তাজা খবর: |
Monday, 21 April, 2025, at 4:26 PM | ENGLISH |
![]() |
|
সারাদেশআখাউড়ায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম উদ্বোধননিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া:
প্রকাশ :
15 মার্চ 2025, শনিবার,
সময় :
19:10,
পঠিত 334 বার
![]() এসময় উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোঃ হিমেল খান, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. লুতফুর রহমান উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১৫ থেকে ১৯ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল ভিটামিন ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্য বিধি মেনে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে উল্লিখিত শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ মোশারফ হোসেন জানায়, পৌর শহরসহ উপজেলায় ২৫ হাজার ৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এরমধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশু ২ হাজার ৯ শত ৯৪ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশু ২২ হাজার ৪ শত ৩৩ জন রয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত পৌর শহরসহ উপজেলার ৫ টি ইউনিয়নে ১২০ টি অস্থায়ী ও ১টি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সারাদেশ পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|