তাজা খবর:

পোপ ফ্রান্সিস আর নেই, বিশ্বজুড়ে শোকের ছায়া আন্দোলনের ভিডিও করায় ‘লাঠিপেটা’ করছে অটোরিকশা চালকরা জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার ট্রাম্পের শুল্কযুদ্ধ: চীন থেকে আমেরিকায় ফেরত গেল বোয়িংয়ের বিমান দেশে ৮ হাজার চিকিৎসক সংকট রয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে বিশ্বজুড়ে দেশগুলোর প্রতি কঠোর হুঁশিয়ারি চীনের Monday, 21 April, 2025, at 5:26 PM

ENGLISH

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের সস্তায় সবজি বিক্রির উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 15 মার্চ 2025, শনিবার, সময় : 14:54, পঠিত 353 বার

ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। মহল্লায় ভ্যান গাড়ি নিয়ে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছেন তারা, যা বাজারের প্রায় অর্ধেক দামে পাওয়া যাচ্ছে। এই উদ্যোগে বিপুল সাড়া মিলেছে সাধারণ মানুষের মধ্যে।


শনিবার সকালে উপজেলার শিক্ষক সমিতির মার্কেটের সামনে ছাত্রদলের উদ্যোগে ন্যায্যমূল্যের সবজি বিক্রির এ কার্যক্রম শুরু হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে. এম. বশির উদ্দিন তুহিন এ কার্যক্রমের উদ্বোধন করেন।


ছাত্রদলের সদস্যরা যখনই ভ্যানে করে সবজি নিয়ে কোন মহল্লায় ঢুকছে, তখনই ক্রেতাদের উপচে পড়া ভিড় জমছে। টাটকা সবজি কম দামে পেয়ে স্বস্তি প্রকাশ করছেন সবাই। 


ন্যায্যমূল্যেল বাজারে পাওয়া যাচ্ছে, ঢেঁড়শ, মিষ্টি কুমড়া, জালি কুমড়া, আলু, পিঁয়াজ, রসুন, তিত করলা, টমেটো, ডাটা শাক, পেঁপে, শসা, গাজর, বেগুন ও লেবুসহ প্রয়োজনীয় শাকসবজি। এক ক্রেতা বলেন, সব সময় যদি ন্যায্যমূল্যের সবজি পাওয়া যেতো, তাহলে আমাদের মতো মধ্যবিত্তদের অনেক উপকার হতো।


ন্যায্য মূল্যের সবজি বাজারের প্রধান উদ্যোক্তা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কেএম মারজান জানান, জনগণের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ। এমন উদ্যোগ যদি দীর্ঘমেয়াদে চালানো যায়, তাহলে বাজার নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকে।


সবজি ক্রেতা আলম মিয়া বলেন, বাজার থেকে এই খানে অর্ধেক মূল্যে সবজি কিনতে পারতেছি। সব সময় যদি এই বাজার চালো থাকত তাহলে আমাদের মতো মধ্যবিত্তদের উপকার হতো।


ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী বলেন, ছাত্রদলের অভিনব এই বাজার উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি এনে দিতে পারবে। আমাদের এই উদ্যোগ সারা দেশে চালু হবে বলে তিনি বিশ্বাস করেন।


উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে.এম. বশির উদ্দিন তুহিন বলেন, গত ফ্যাসিস্ট সরকারের আমলে রমজান আসলে সবকিছুর দাম বেড়ে যেতো, কিন্তু বর্তমানে সবকিছুর দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে নাসিরনগর ছাত্রদলের উদ্যোগে ন্যায্যমূল্যে মহল্লায় ভ্যান নিয়ে সবজি বিক্রির যে উদ্যোগ তা খুবই ভালো কাজ।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




সারাদেশ পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com