তাজা খবর: |
Saturday, 15 March, 2025, at 8:30 PM | ENGLISH |
![]() |
|
আন্তর্জাতিকগাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ২২ লাশ উদ্ধার, নিহত ছাড়াল ৪৮,২০০নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ :
09 ফেব্রুয়ারি 2025, রবিবার,
সময় :
11:47,
পঠিত 257 বার
![]() দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর গত মাসেই ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। তবে এরপর থেকেই ধ্বংসস্তূপের নিচে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ, ফলে প্রাণহানির সংখ্যা বাড়তেই চলেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) আনাদোলু বার্তাসংস্থার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও ২২ জনের লাশ উদ্ধার করেছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজার ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৪৮ হাজার ১৮১ জনে পৌঁছেছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি গোলাবর্ষণে চারজন ফিলিস্তিনি মারা গেছেন, যারা নিহতের এই সংখ্যার মধ্যে রয়েছেন। এছাড়া আরও ৬ জন আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১১ হাজার ৬৩৮ জনে পৌঁছেছে। গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও উদ্ধারকর্মীরা এখনও অনেক মানুষকে উদ্ধার করতে পারছেন না, কারণ তারা ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছেন। জাতিসংঘের মতে, ইসরায়েলের হামলার ফলে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে এবং ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
আন্তর্জাতিক পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|