তাজা খবর:

প্রথমবার স্পেন দলে রিয়াল তারকা রাউল অ্যাসেন্সিও বর্তমানে পশ্চিমা দেশেও ইসলামী ব্যাংকিং জনপ্রিয় হচ্ছে : ধর্ম উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের সস্তায় সবজি বিক্রির উদ্যোগ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করতে ইন্টারকন্টিনেন্টালে রাজনৈতিক নেতারা হাসিনাকে ফেরাতে জাহাঙ্গীরের ষড়যন্ত্র, অডিও ভাইরাল কক্সবাজারে ঈদগাঁওতে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত আফগানিস্তান, পাকিস্তান, ভুটানসহ ৪৩টি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ট্রাম্প Saturday, 15 March, 2025, at 8:49 PM

ENGLISH

জাতীয়

সাবেক সিইসি বিচারপতি আব্দুর রউফের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 09 ফেব্রুয়ারি 2025, রবিবার, সময় : 11:33, পঠিত 231 বার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি, হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)


আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ইনসাফ বারাকাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।


এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী।


সারোয়ার ওয়াদুদ চৌধুরী জানান, গতকাল বিকাল পাঁচটায় ইউনাইটেড হাসপাতালে আবদুর রউফ স্যারের হার্টে অপারেশন করা হয়েছে। কিন্তু হার্ট রেট কম থাকায় হার্টে পেসমেকার বসানো হয়েছে। কিন্তু তিনি আর আমাদের মাঝে ফিরলেন না। তার বয়স হয়েছিল ৯১ বছর।


প্রসঙ্গত, বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বর্তমানে দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির চেয়ারম্যান এবং জাতীয় শিশু সংগঠন ফুলকুড়ির সভাপতি ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কো. লি. এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শরীয়াহ বিষয়ক উপদেষ্টা।


তার একান্ত সহকারী মো. তাওহিদ জানান, “স্যার দুই মাস ধরে বেশ অসুস্থ ছিলেন, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। একটু আগে হাসপাতালেই মারা গেছেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার আনুষ্ঠানিকতাগুলো করে গ্রামের বাড়ি ময়মনসিংহে উনাকে দাফন করা হবে।”


সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




জাতীয় পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com