তাজা খবর:

প্রথমবার স্পেন দলে রিয়াল তারকা রাউল অ্যাসেন্সিও বর্তমানে পশ্চিমা দেশেও ইসলামী ব্যাংকিং জনপ্রিয় হচ্ছে : ধর্ম উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের সস্তায় সবজি বিক্রির উদ্যোগ জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করতে ইন্টারকন্টিনেন্টালে রাজনৈতিক নেতারা হাসিনাকে ফেরাতে জাহাঙ্গীরের ষড়যন্ত্র, অডিও ভাইরাল কক্সবাজারে ঈদগাঁওতে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত আফগানিস্তান, পাকিস্তান, ভুটানসহ ৪৩টি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ট্রাম্প Saturday, 15 March, 2025, at 8:37 PM

ENGLISH

খেলা

আবেগঘন বিদায়ী বার্তায় বন্ধু সাকিবকে কেন টানলেন তামিম?

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 08 ফেব্রুয়ারি 2025, শনিবার, সময় : 16:50, পঠিত 309 বার

তামিম-সাকিবের সেই দিনগুলি মনে পড়ে? কাধেঁ কাধঁ মিলিয়ে দুই বন্ধু মিলে কত ম্যাচ জিতিয়েছেন লাল সবুজের বাংলাদেশকে? এশিয়া কাপে ভাঙ্গা হাত নিয়েও খেলতে নেমেছিলেন তামিম ইকবাল। আর সাকিব আল হাসান তো রীতিমতো ইংলিশদের স্যালুট জানিয়ে মনে মনে বলেছিলেন ধন্যবাদ স্যার আবার আসবেন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসকে সমৃদ্ধ করেছেন এই বন্ধু জুটি। কিন্তু হঠাৎ করেই ফাটল ধরে তাদের বন্ধুত্বে।


তামিম ইকবাল ও সাকিব আল হাসানের বন্ধুত্ব নিয়ে এক সময় চর্চা হতো বিশ্বজুড়ে। তাদের সম্পর্কেও ফাটল ধরেছে অনেক আগেই। দুজন এখন ভিন্ন গন্তব্যে। তামিম ইকবাল তো জাতীয় দল থেকেই অবসর নিয়েছেন। আর সাকিব অবসর না নিলেও রাজনৈতিক করণে খেলতে পারছেন না নিজ দেশের হয়ে। বিপিএল ফাইনালের দিন তামিমকে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের জন্য সম্মানিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সেখানেই বন্ধু সাকিবকে স্মরণ করেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার ও ব্যাটসম্যান তামিম ইকবাল খান। তিনি বলেন, ‘তামিমিয়ান, সাকিবিয়ান, মাশরাফিয়ান বলে কিছু নেই। সবাই বাংলাদেশের সমর্থক।’ নির্দিষ্ট খেলোয়াড়ের ভক্ত হওয়ার বিষয়টা যে দলের ক্রিকেটের ক্ষতির কারণ হয়েছে, সেটাও লুকাননি তামিম। তিনি বলেন, ‘এটা বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করেছে। এসব জিনিস তরুণ প্রজন্মকে ধ্বংস করে! দয়া করে এটা বন্ধ করুন!’


দেশের সর্বকালের সেরা এই ওপেনার আরও বলেন, ‘আপনি আমার ভক্ত হতে পারেন, আপনি সাকিবের ভক্ত হতে পারেন, আপনি মাশরাফির ভক্ত হতে পারেন কিন্তু দল যখন খেলে তখন বাংলাদেশের ভক্ত হন।’ ‘দয়া করে তরুণ দলকে সমর্থন করুন, তারা ভুল করবে। তবে দয়া করে তাদের সমর্থন করুন, এটি আপনার দল। দয়া করে একসাথে থাকুন।’




সাকিব আল হাসান এক সময় বিশ্বের সেরা অলরাউন্ডার ছিলেন। কিন্তু স্বৈরাচার হাসিনার দলের সাথে যুক্ত হয়ে তিনি হারিয়েছেন নিজের অস্তিত্ব সম্মান আর ভক্তদের। হাসিনার গণঅভ্যুাত্থানের সময়ও তিনি চুপ ছিলেন। ২০২৩ বিশ্বকাপে তার সাবেক বন্ধু তামিম ইকবালকে দল থেকে ছেঁটে ফেলার যে ষড়যন্ত্র হয়েছিলো তাতেও সামিল ছিলেন সাকিব। এমনকি তামিমকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেও সেসময় মিডিয়ার সামনে কথা বলেছিলেন এই অলরাউন্ডার। তামিমকে দলে না রাখার মূল মাস্টারমাইন্ড ছিলেন সাকিব এমনটিই মনে করেন ক্রিকেটপ্রেমীরা।




তামিম ইতি টেনেছেন তার দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারের। তার বিদায়ী সংবর্ধনায় তিনি ধন্যবাদ জানাতে ভোলেননি তার ভক্ত সমর্থকদের। ২৩ এর বিশ্বকাপে যারা খেলতে দেয়নি দেশের এই জীবন্ত কিংবদন্তিকে তারা আজ হারিয়ে গেছে, কোথাও নেই ক্রিকেট বোর্ড কাঁপানো সেই পাপন বা সাকিব আল হাসানের কেউই।


সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




খেলা পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com