তাজা খবর: |
Saturday, 15 March, 2025, at 7:45 PM | ENGLISH |
![]() |
|
রাজনীতিবিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে সোমবারনিজস্ব প্রতিবেদক :
প্রকাশ :
08 ফেব্রুয়ারি 2025, শনিবার,
সময় :
13:17,
পঠিত 221 বার
![]() শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে ধানমন্ডি ৩২ নম্বরসহ সারা দেশে ভাঙচুরের ঘটনা, সংস্কার কমিশনের প্রতিবেদন এবং সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়। আগামী ৯ ফেব্রুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরবেন। পরের দিন, ১০ ফেব্রুয়ারি, বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে চলমান পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগ এবং অবস্থান তুলে ধরবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বর্তমান পরিস্থিতিতে বিএনপি জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছে এবং সরকারের কাছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে। তিনি আরও বলেন, কোনো উসকানিতে যেন নৈরাজ্য সৃষ্টি না হয়, সে আহ্বানও জানিয়েছেন। এর আগে, ৬ ফেব্রুয়ারি রাতে, এক বিবৃতিতে বিএনপি দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং সরকারের প্রতি পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষমতা প্রমাণের আহ্বান জানায়।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
রাজনীতি পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|