তাজা খবর: |
Tuesday, 10 December, 2024, at 9:39 PM | ENGLISH |
|
আন্তর্জাতিকসিবিএস নিউজের বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলাআন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ :
01 নভেম্বর 2024, শুক্রবার,
সময় :
20:52,
পঠিত 184 বার
মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিবিএস নিউজের বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মামলা করেছেন দেশটির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১ নভোম্বর) সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) টেক্সাসের নর্দার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল কোর্টে এ মামলাটি করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প। প্রতিবেদনে আরও বলা হয়, চ্যানেলটির ‘৬০ মিনিট’ অনুষ্ঠানে প্রচারিত ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের সাক্ষাৎকার নিয়ে মামলাটি হয়েছে। ফেডারেল আদালতে দায়ের করা মামলায় সাক্ষাৎকারটি বিভ্রান্তিকর বলে অভিযোগ করা হয়। এতে দাবি করা হয়েছে ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে একটি প্রশ্নের দু’টি ভিন্ন উত্তর প্রচার করেছে সিবিএস। তবে চ্যানেলটি এই অভিযোগ অস্বীকার করেছে। এক বিবৃতিতে সিবিএস জানায়, ৭ অক্টোবর প্রচারিত তাদের ‘ফেস দ্য নেশন’ অন্ষ্ঠুানের জন্য সাক্ষাৎকার দিয়েছিলেন কমলা হ্যারিস। সেখানে ইসরায়েল-হামাস যুদ্ধ সংক্রান্ত প্রশ্নের যে উত্তর কমলা হ্যারিস দিয়েছিলেন তার একটি সংক্ষিপ্ত অংশ ‘৬০ মিনিট’ অনুষ্ঠানে প্রচার করা হয়। ‘৬০ মিনিট’ অনুষ্ঠানে আরো অন্যান্য বিষয় তুলে ধরতে হয় বলে সাক্ষাৎকারটি সংক্ষিপ্ত করা হয় বলেও দাবি করেছে সিবিএস। তাই ট্রাম্প যে অভিযোগ করছেন সেটি সত্য নয় বলে জানিয়েছেন সিবিএস নিউজের একজন মুখপাত্র। মামলায় ক্ষতিপূরণ হিসেবে ১০ বিলিয়ন ডলার দাবি করেছেন ট্রাম্প। কমলা হ্যারিসের ওই সাক্ষাৎকার নিয়ে নিয়মিতভাবে সিবিএস চ্যানেলের সমালোচনা করে যাচ্ছেন ট্রাম্প। নির্বাচিত হলে সিবিএস এর লাইসেন্স বাতিল করারও হুমকি দিয়েছেন তিনি। সিবিএস জানায়, ‘৬০ মিনিট’ অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে ট্রাম্প রাজি হয়েছিলেন। কিন্তু পরে সেই সিদ্ধান্ত থেকে সরে যান তিনি। যদিও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগ মুহূর্তের জনমত জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
আন্তর্জাতিক পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|