তাজা খবর: |
Tuesday, 10 December, 2024, at 9:47 PM | ENGLISH |
|
অর্থ ও বাণিজ্যঅক্টোবরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫৩২.৬৬ মিলিয়ন ডলারঅর্থ ও বাণিজ্য ডেস্ক:
প্রকাশ :
21 অক্টোবর 2024, সোমবার,
সময় :
23:07,
পঠিত 461 বার
২০২৪-২৫ অর্থবছরে অক্টোবরের প্রথম ১৯ দিনে প্রবাসী বাংলাদেশিরা প্রায় ১ হাজার ৫৩২.৬৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ও বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে প্রেরিত অর্থ এসেছে ৪৭৮.৯৮ মিলিয়ন মার্কিন ডলার, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ১০৪৯.৬৬ মিলিয়ন মার্কিন ডলার এবং বিদেশি বানিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসেছে ৪.০১ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৯ দিনে ছয়টি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক- অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক এবং বিডিবিএল এর মাধ্যমে রেমিটেন্স এসেছে ৪০০.৮২ মিলিয়ন ডলার এবং একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৭৮.১৬ মিলিয়ন মার্কিন ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংক ৯৫.১৭ মিলিয়ন ডলার, জনতা ব্যাংক ১০৫.৫০ মিলিয়ন ডলার, রূপালী ব্যাংক ৯৬.০৬ মিলিয়ন ডলার, সোনালী ব্যাংক ১০৪.০৫ মিলিয়ন ডলার এবং বেসিক ব্যাংক ০.০৪ মিলিয়ন ডলার পেয়েছে। বিবির তথ্য অনুযায়ী , সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে ৩০৮.১৫ মিলিয়ন মার্কিন ডলার।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অর্থ ও বাণিজ্য পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|