তাজা খবর: |
Saturday, 2 November, 2024, at 12:24 PM | ENGLISH |
|
আন্তর্জাতিকইরানের তেল লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাআন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ :
12 অক্টোবর 2024, শনিবার,
সময় :
20:05,
পঠিত 321 বার
ইসরায়েল গাজাকে পরিণত করেছে ধ্বংসস্তূপে। এখন তাণ্ডব চালাচ্ছে লেবাননে। একে একে হত্যা করেছে প্রতিরোধ যোদ্ধাদের শীর্ষ নেতা ও কমান্ডারদেরও। এর জবাবে তেলআবিবকে লক্ষ্য করে মিসাইল ছোড়ে তেহরান। ঠিক এ কারণে উপসাগরীয় দেশটির তেল খাতের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিল ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র আমেরিকা। বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যেসব কোম্পানি ও বাহন ইরানের তেল ব্যবসায় ও পরিবহনের সঙ্গে জড়িত সেগুলোর ওপর নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ও পররাষ্ট্র দপ্তর যৌথভাবে এ নিষেধাজ্ঞা আরোপ করে। গত ১ অক্টোবর ইসরাইলে ১৮১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও হামাসের প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর প্রতিশোধ হিসেবে এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরান। ওয়াশিংটন জানিয়েছে, শুক্রবারের পদক্ষেপগুলো ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল শিল্পগুলোকে এমন খাতের তালিকায় যুক্ত করেছে, যা তেহরানকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক কর্মসূচিতে অর্থায়নের জন্য ব্যবহার করে। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের সুযোগ তৈরি করে দিল।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
আন্তর্জাতিক পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|