তাজা খবর: |
Saturday, 2 November, 2024, at 10:56 AM | ENGLISH |
|
অর্থ ও বাণিজ্যরাজধানীর কাঁচাবাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি টিমের অভিযান ও জরিমানানিজস্ব প্রতিবেদক :
প্রকাশ :
10 অক্টোবর 2024, বৃহস্পতিবার,
সময় :
22:44,
পঠিত 396 বার
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের দু’টি দল রাজধানীতে বাজার তদারকি করেছে। এসময় তদারকি দল এক ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করে।বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারের নেতৃত্বে আজ রাজধানীর বনানী কাঁচাবাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি দল বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, ডাল, ডিম, আটা, কাঁচা মরিচ, সবজি, মাছ ও মুরগীর বাজারে তদারকি কার্যক্রম চালায়। দলের সদস্যগণ মূল্য তালিকা টাঙানোসহ পণ্য ক্রয়-বিক্রয়ের রসিদ খতিয়ে দেখেন। মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানোয় তদারকি দল বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি দিকনির্দেশনা দেয়। অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে আরেকটি দল রাজধানীর হাজারীবাগ ট্যানারী মোড়ের কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয়মূল্য যাচাই করা হয় এবং পণ্যের হালনাগাদকৃত মূল্য তালিকা টাঙানোর বিষয়ে তাগিদ দেয়া হয়। অভিযানে একটি দোকানে মূল্য তালিকা না থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় দোকানদারকে সাত হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত কয়েক দিনের তুলনায় ডিম, পেঁয়াজ ও আলুর দাম কিছুটা কমেছে।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অর্থ ও বাণিজ্য পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|