তাজা খবর: |
Monday, 21 April, 2025, at 5:17 PM | ENGLISH |
![]() |
|
অর্থনীতিপুঁজিবাজারে সালমান ও এস আলমের অনিয়ম তদন্তে কমিটি গঠনঅর্থ ও বাণিজ্য ডেস্ক:
প্রকাশ :
09 সেপ্টেম্বর 2024, সোমবার,
সময় :
20:44,
পঠিত 596 বার
![]() সোমবার (৯ সেপ্টেম্বর) বিএসইসি'র চার সদস্যের এই তদন্ত কমিটি গঠন করেছে। বিএসইসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। কমিটিকে ৬০ দিনের মধ্যে তদন্ত শেষ করে কমিশনে তাদের প্রতিবেদন জমা দিতে হবে। এতে বলা হয়েছে, সালমান এফ রহমান ও এস আলম শেয়ারবাজারে কোনো অনিয়ম করেছে কি না, তা খতিয়ে দেখতে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন-বিএসইসির পরিচালক মোহাম্মদ আবুল হাসান, অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম, সহকারী পরিচালক অমিত কুমার সাহা ও তৌহিদুল ইসলাম সাদ্দাম। এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম (এস আলম), তার স্ত্রী, জামাতা, আত্মীয়-স্বজনসহ তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান শেয়ারবাজারে কোনো ধরনের অনিয়মে জড়িত কি না, তা অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিকে। এস আলমের পাশাপাশি এই কমিটিকে সালমান এফ রহমান, তার পরিবারের অন্যান্য সদস্য ও তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের শেয়ারবাজারের অনিয়ম তদন্তেরও দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সম্পদ ব্যবস্থাপক কোম্পানি ইনভেস্ট এশিয়া ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট ও সেনটিনাল ট্রাস্টি অ্যান্ড কাস্টডিয়াল সার্ভিসেসের কার্যক্রম তদন্তে তিন সদস্যের আলাদা একটি কমিটি গঠন করেছে বিএসইসি। কমিটির সদস্যরা হলেন- বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ এমদাদুল হক, উপপরিচালক রফিকুন্নবী ও সহকারী পরিচালক শাকিল আহমেদ। এই কমিটিকেও ৬০ দিনের মধ্যে কমিশনে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
অর্থনীতি পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|