তাজা খবর:

গলাচিপায় জমি দখল নিয়ে সংঘর্ষে আহত ১০ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন : নতুন চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের সৌজনো নৈশভোজ নতুন ডিজিএফআই প্রধান জাহাঙ্গীর আলম সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেফতার ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিতের ফল প্রকাশ অর্থনীতিতে নোবেল পেলেন ডেরন আসেমোগ্লু, সাইমন জনসন ও জেমস এ রবিনসন Tuesday, 15 October, 2024, at 9:45 AM

ENGLISH

খেলা

টেস্ট এক দশক পর ইংল্যান্ডকে হারাল শ্রীলংকা

খেলা ডেস্ক:

প্রকাশ : 09 সেপ্টেম্বর 2024, সোমবার, সময় : 20:11, পঠিত 470 বার

জয়ের মঞ্চটা ম্যাচের তৃতীয় দিনই করে রেখেছিল শ্রীলংকা। দ্য ওভালে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ দিনে জয়ের জন্য লংকানদের প্রয়োজন ছিল মাত্র ১২৫ রান, হাতে তখনো ৯ উইকেট। এরপর এক উইকেট হারালেও কাজটি সহজ করে দেন ওপেনার পাথুম নিশাঙ্কা ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ। অপরাজিত ১১১ রানের জুটি গড়ে দলের ৮ উইকেটে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এই দুজন।


ম্যাচের প্রথম ইনিংসে ৩২৫ রান করে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে প্রথম ইনিংসে ২৬৩ রান করে অলআউট হয় লংকানরা। প্রথম ইনিংসে ৬২ রানের লিড পাওয়া ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে অলআউট হয় মাত্র ১৫৬ রান করে। ফলে শ্রীলংকার সামনে লক্ষ্য দাঁড়ায় ২১৯ রান। 


২১৯ রানের লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৯৬ রান তুলে তৃতীয় দিন শেষ করে শ্রীলংকা। চতুর্থ দিনের শুরুতেই ফেরেন কুশল মেন্ডিস। দলীয় ১০৮ রানে ফেরেন ৩৭ বলে ৩৯ রান করা কুশল। এরপর আর কোনো উইকেট পড়তে দেননি নিশাঙ্কা ও ম্যাথিউস। ১০৭ বলে সেঞ্চুরি পূর্ণ করা নিশাঙ্কা অপরাজিত থাকেন ১২৭ রানে। ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। এর আগে ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি। আরেক পাশে ৩২ রানে অপরাজিত থাকেন অভিজ্ঞ ম্যাথিউজ। মাত্র ৪০ ওভার ৩ বলেই লক্ষ্যমাত্রা পেরিয়ে যায় লংকানরা।  


সিরিজের প্রথম দুই টেস্ট জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছিল ইংল্যান্ড। সুযোগ ছিল ওভালেও লঙ্কানদের হারিয়ে বছরের দ্বিতীয় হোয়াইটওয়াশ করার স্বাদ পাওয়ার। তবে সেটি পূরণ হয়নি ইংলিশদের। এর আগে জুলাইতেই ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারায় ইংল্যান্ড।


ইংল্যান্ডের বিপক্ষে ১০ বছর পর জয় পেল শ্রীলংকা। সবশেষ ২০১৪ সালে লিডসে ইংলিশদের বিপক্ষে ১০০ রানের জয় পেয়েছিল লংকানরা। এই সময়ে খেলা ১০ টেস্টের নয়টিতেই হেরেছে লংকানরা। ইংল্যান্ডের মাটিতে সবমিলিয়ে এটি শ্রীলংকা চতুর্থ জয়।


সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




খেলা পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com