তাজা খবর: |
Tuesday, 15 October, 2024, at 8:20 AM | ENGLISH |
|
সারাদেশহাসিনা ১৬ বছর দেশে গুম খুন ও গনহত্যা করেছিল: মাহাবুব উদ্দিন খোকননিজস্ব প্রতিবেদক :
প্রকাশ :
09 সেপ্টেম্বর 2024, সোমবার,
সময় :
19:56,
পঠিত 400 বার
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রীমকোর্ট বারের সভাপতি ব্যারিষ্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন বলেছেন, হাসিনা বিগত ১৬ বছর দেশে গুম খুন হত্যা ও গনহত্যা করেছিল। আমাদের দলের নেতাকর্মী সমর্থকগন যাতে রাজনীতি করতে না পারে, সেজন্য হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে তাদেরকে থানায় কোটে ও জেলখানায় ব্যাস্ত রেখেছিল হাসিনা ও তার দল। দলের নেতাকর্মী সমর্থকগন গেল ১৬ বছর বাড়ী ঘরে থাকতে পারেনি এমনকি বাড়িতে গুমাতে পারেনি। আমাদের দলে যত আসামী আছে আলীগে তত সমর্থকও নেই।
আমরা দলের সকল আসামীদের নিয়ে একটা মিটিং করব। তিনি গতকাল নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায় বণ্যা দূর্গতদের মাঝে ত্রান বিতরনকালে বিভিন্ন স্থানে এসব কথা বলেন। ব্যারিষ্টার খোকন আরও বলেন, আলীগ ও হাসিনা পালালো কেন? তারা ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় সম্পদ লুট, শেয়ার বাজার লুট করেছে, রিজার্ভ চুরি করে নিয়ে গেছে। ব্যাংকগুলো সব খালি করে ফেলেছে। হাসিনা সব চুরি ডাকাতি করে পালিয়ে গেছে। আলীগ আমাদের নেতা তৌহিদ সহ অনেককে হত্যা করেছে পঙ্গু করেছে বিকলাঙ্গ করেছে। সর্বশেষ ছাত্ররা আন্দোলন করেছে হাসিনা সরকারের বিরুদ্ধে। সে আন্দোলনে বিএনপির কোটি কোটি নেতা কর্মী সমর্থক মাঠে নেমে গেছে এবং হাসিনা শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। হাসিনা পালানোর সময় তার বোনকে ছাড়া আর কাউকে নেয়নি। হাসিনা তার দলের সবাইকে এতিম করে পালিয়ে গেছে। এসময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবয়াক আনোয়ারুল হক কামাল, জেলা এিনপির যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির আহবায়ক মোতাহের হোসেন মানিক, জেলা বিনপির সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, চাটখিল উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট মোঃ হানিফ, সদস্য সচিব মোঃ শাহজাহান রানা, চাটখিল পৌর বিএনপির আহব্বায়ক দেওয়ান সামছুল আরেফিন শামীম, সদস্য সচিব এহসানুল হক মাসুদ, এডভোকেট সেলিম শাহী, জেলা সেচ্চাসেবক দল সিনিয়র সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সোনাইমুড়ী উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিন, সাবেক কাউন্সিলর জাফর আহমেদ, সেচ্চাসেবক দল নেতা মোঃ মুন্সি প্রমূখ। ব্যারিস্টার খোকন আরও বলেন, বিগত সময়ে থানা গুলো ছিল আলীগের ক্লাব, তারা এখানে আড্ডা দিত। এখন এটি জনগণের থানা। সুতরাং থানা জানে কার কাছে অবৈধ অস্ত্র আছে। এ অস্ত্রের ঝনঝনানি চাটখিল সোনাইমুড়ীতে ছিল। অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার করতে হবে এবং এসব অস্ত্র উদ্ধার করতে হবে। শান্তির জনপদ সোনাইমুড়ী চাটখিল কে আলীগ গেল ১৬ বছর সন্ত্রাসের জনপদ আর মাদকের জনপদে পরিনত করেছিল। এখানে মুসলিম হিন্দু সহ আমরা সকল ধর্মের লোকজন ভাই বোন, তারা আমাদের স্বজন। তারা (সনাতন ধর্মাবলম্বী) যেন নিরাপদে থাকতে পারে আইন শৃঙ্খলা বাহিনী সহ আমাদের সকল কে খেয়াল রাখতে হবে।/আজাদ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সারাদেশ পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|