তাজা খবর: |
Tuesday, 15 October, 2024, at 9:40 AM | ENGLISH |
|
খেলাবাংলাদেশ থেকে সরে গেল আরও একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট?খেলা ডেস্ক:
প্রকাশ :
09 সেপ্টেম্বর 2024, সোমবার,
সময় :
18:27,
পঠিত 464 বার
আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকায় শুরু হওয়ার কথা ছিল কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ। বড় এই আয়োজনে অংশগ্রহণ করার কথা ছিল ৪০টি দেশের। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির কারণে টুর্নামেন্টটি সরিয়ে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার ডারবানে।টুর্নামেন্টটি সরিয়ে নেওয়া হয়েছে গত জুলাই মাসেই। সেটি জানিয়েছেন কারাতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী, ‘দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে জুলাই মাসের শেষের দিকেই টুর্নামেন্টটি বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়। একই কারণে এর আগে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুও বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়। আগামী অক্টোবরে টুর্নামেন্টটি বাংলাদেশে হওয়ার কথা থাকলেও রাজনৈতিক পটপরিবর্তনের কারণে উদ্ভূত পরিস্থিতির জন্য টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয় আইসিসি। এরপর গত ২২ আগস্ট নিউজিল্যান্ড ‘এ’ দলও একই কারণে বাংলাদেশ সফর স্থগিত করে। কমনওয়েলথ কারাতের ভেন্যু সরিয়ে নেওয়ায় বাংলাদেশের পক্ষে এই টুর্নামেন্টে অংশগ্রহণ কিছুটা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন নয়না চৌধুরী, ‘সেপ্টেম্বরে প্রতিযোগিতা সামনে রেখে ফেডারেশন থেকে কিছু বিনিয়োগ করা হয়েছিল। মিরপুর ইনডোর স্টেডিয়ামে নতুন ম্যাট কেনাসহ আরও কিছু খাতে অর্থ ব্যয় হয়েছে। টুর্নামেন্টটি হলে সেই টাকা উঠে আসত ভালোমতোই। কিন্তু এখন টুর্নামেন্ট সরে যাওয়ায় আমরা ক্ষতির মুখে পড়েছি, সে কারণে দক্ষিণ আফ্রিকায় যাওয়া বেশ কঠিন। দক্ষিণ আফ্রিকা যেতে অনেক খরচ। এদিকে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে পদত্যাগ করেছেন কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যা শৈ হ্লা। ভারপ্রাপ্ত সম্পাদক নয়না চৌধুরী জানালেন, ‘চার–পাঁচ দিন আগে তিনি চিঠি দিয়ে পদত্যাগের কথা জানান। সেটি পরশু ফেডারেশনের সভায় গৃহীত হয়েছে। ২০১৯ সালে কাঠমান্ডু এসএ গেমসে কারাতে ইভেন্টে তিনটি সোনার পদক জিতেছিল বাংলাদেশ।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলা পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|