তাজা খবর:

গলাচিপায় জমি দখল নিয়ে সংঘর্ষে আহত ১০ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন : নতুন চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের সৌজনো নৈশভোজ নতুন ডিজিএফআই প্রধান জাহাঙ্গীর আলম সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেফতার ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিতের ফল প্রকাশ অর্থনীতিতে নোবেল পেলেন ডেরন আসেমোগ্লু, সাইমন জনসন ও জেমস এ রবিনসন Tuesday, 15 October, 2024, at 10:17 AM

ENGLISH

রাজনীতি

ভারতের প্রতিরক্ষামন্ত্রীকে হুশিয়ার করলেন:জয়নুল আবেদিন ফারুক

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 09 সেপ্টেম্বর 2024, সোমবার, সময় : 16:08, পঠিত 329 বার

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, আপনি হিন্দুস্থানের রাজা হতে পারেন কিন্তু বাংলাদেশের কিছুই না। বাংলাদেশ নিয়ে কটুক্তি করবেন এদেশের জনগণ এটা মেনে নেবে না। সোমবার (৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে খুনি হাসিনার দোসররা এখনো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে বহাল এবং দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট হোতাদের চিহ্নিত করে গ্রেফতারের দাবিতে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।


ফারুক বলেন,যে ব্যক্তি বাংলাদেশের গণতন্ত্র হরণ করেছিল অসংখ্য মায়ের বুক খালি করেছে। ইলিয়াস আলী চৌধুরী আলমসহ অসংখ্য বিএনপি নেতাকে গুম করেছে সেই শেখ হাসিনা আজ আর নেই। ভারতে পালিয়ে গেছে। তাই আজ আমরা স্বাধীন। স্বাধীনভাবে কথা বলতে পারি।


তিনি বলেন, আজ শেখ হাসিনা নাই। তারপরও কেন আমাদের রাজপথে দাঁড়াতে হবে? কারন আমাদের ভয় হয়। শেখ হাসিনার ১৬ বছর শাসনে বাংলাদেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। গরীব দুঃখীর পেটে লাথি মেরেছে। তার দোসর বিভিন্ন জায়গায় এখনো প্রতিষ্ঠিত তারা আবার ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তাই অন্তর্র্বতীকালীন সরকার কে বলবো তারা যেন আবার সুযোগ নিয়ে বাংলাদেশের মানুষদেরকে শোষণ না করে।


বিরোধী দলের সাবেক এই চীফ হুইপ বলেন, হিন্দুস্থানের প্রতিরক্ষা মন্ত্রী আপনি হিন্দুস্থানের রাজা হতে পারেন। কিন্তু বাংলাদেশের কিছুই না। আপনি বাংলাদেশ নিয়ে কটুক্তি পূর্ণ কথা বলবেন বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। পূর্বে কখনো মানেনি এখনো মানবে না। আপনি বাংলাদেশকে বাজারে রূপান্তরিত করবেন সেটা হবে না। আপনি এটা শেখ হাসিনার গোলামের সরকার পান নাই। এটা কিন্তু আবু সায়ীদের রক্তের সরকার। ছাত্র জনতা গণ আন্দোলনের সরকার। এ সরকারকে অবহেলা করার কিছু নাই।


অন্তর্র্বতীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা এখনো বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয় স্বপদে বহাল আছে। তারা এখনো থাকে কি করে। অবিলম্বে তাদের ব্যবস্থা করুন। অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বিএনপি'র ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামান, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী,মোটর-চালক দলের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা বাবু, সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন বাঁকাউল সহ প্রমুখ।


সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




রাজনীতি পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com