তাজা খবর:

গলাচিপায় জমি দখল নিয়ে সংঘর্ষে আহত ১০ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন : নতুন চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের সৌজনো নৈশভোজ নতুন ডিজিএফআই প্রধান জাহাঙ্গীর আলম সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেফতার ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিতের ফল প্রকাশ অর্থনীতিতে নোবেল পেলেন ডেরন আসেমোগ্লু, সাইমন জনসন ও জেমস এ রবিনসন Tuesday, 15 October, 2024, at 9:44 AM

ENGLISH

সারাদেশ

নোয়াখালী হাতিয়ায় চলন্ত মোটরসাইকেলে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ : 07 সেপ্টেম্বর 2024, শনিবার, সময় : 19:57, পঠিত 676 বার
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে যুবদল নেতা বেলাল উদ্দিনকে চলন্ত মোটরসাইকেলে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় হাতিয়া থানায় নিহতের পিতা আবদুল মালেক বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় হাতিয়া উপজেলা, পৌরসভা বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ এর তিব্র প্রতিবাদ ও জানিয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের কাদিরা সুইচ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মো.বেলাল উদ্দিন (৪৫) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও একই ওয়ার্ডের পূর্ব বিরবিরি গ্রামের আব্দুল মালেক এর ছেলে। জাহাজমারা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব সাহারাজ মিয়া বলেন, বেলাল দুপুরে তার ওয়ার্ডের নিমতলী এলাকায় দাওয়াত খেতে যায়। এরপর মোটরসাইকেল যোগে ফেরার পথে উপজেলার কাদিরা সুইচ এলাকায় পৌঁছলে একই ওয়ার্ডের আওয়ামী লীগ ক্যাডার জুয়েল (৩২) ও তার ভাই সোহেল (৩০) তাদের সাঙ্গপাঙ্গরা তাকে চলন্ত মোটরসাইকেলের ওপর হামলা করে। ওই সময় তারা তাকে পিছন দিক থেকে মাথায় কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গেলে সশস্ত্র সন্ত্রাসীরা তাকে বেধড়ক মারধর ও কুপিয়ে জখম করে।


 পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হামলাকারীরা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ও হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর অনুসারী। নিহতের পিতা আব্দুল মালেক অভিযোগ করে বলেন, আমার ছেলে দাওয়াত খেয়ে ফেরার পথে জুয়েল ও সোহেলের ওয়ার্কশপ দোকানের সামনে পৌঁছলে তারা আমার ছেলেকে পিছন দিক থেকে মাথায় কুপিয়ে হত্যা করে। আমি আমার ছেলেরা সারা জীবন বিএনপি করছি। এটাই আমাদের অপরাধ। এর আগেও জুয়েল ও তার লোকজন আমার ছেলেকে মারধর করে তার (বেলালের) দোকানে তালা মেরে সব মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়াও স্থানীয় সেন্টার বাজার থেকে আমার ছেলেকে মারধর করে তার মোটরসাইকেল নিয়ে যায়। আমার নাতিকে পিটিয়ে পঙ্গু করে দেয়। আমার ছেলেরা আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও মার খেতে খেতে অতিষ্ঠ হয়ে চারজন ছেলে দেশের বাহিরে (প্রবাসে) চলে গেছে। এ ঘটনায় হাতিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কাজী মোঃ আব্দুর রহিম ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর হোসেন সুমন অভিযোগ করেন, যুবদল নেতা বেলাল উদ্দিনকে আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে। 


এ সন্ত্রাসীরা হাতিয়ার সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলীর অনুসারী। এ ঘটনায় হাতিয়া উপজেলা যুবদল ও বিএনপি নেতৃবৃন্দ তিব্র প্রতিবাদ ও নিন্দা  জানিয়েছেন। দোষীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ নিয়ে জানতে চাইলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ সাংবাদিক দের বলেন, পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, সন্ধ্যায় মরদেহ তার নিজ বাড়িতে দাফন করা হয়েছে। এ ঘটনায় নিহতের পিতা আবদুল মালেক বাদী হয়ে ২৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে।/আজাদ 

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




সারাদেশ পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com