তাজা খবর:

মণিপুরে উত্তেজনা চরমে সাবেক সেনা সদস্যকে পিটিয়ে হত্যা যাত্রীর লাগেজ থেকে ৬৮০০ ইউরো চুরি, বিমানের ৫ কর্মী গ্রেপ্তার অতিরিক্ত ৬০ হাজার কোটি টাকা ছাপানোর কারণে মূল্যস্ফীতি হয়েছে তেজগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট পুঁজিবাজারে সালমান ও এস আলমের অনিয়ম তদন্তে কমিটি গঠন মেট্রোরেলের এমডি ছিদ্দিকের চুক্তি বাতিল, নতুন দায়িত্বে আব্দুর রউফ ইমরান খানকে মুক্তি দিতে দুই সপ্তাহের আল্টিমেটাম Tuesday, 10 September, 2024, at 10:36 AM

ENGLISH

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় নির্বাচনের ফল প্রত্যাখ্যানকারীদের বিরুদ্ধে মাদুরোর হুংকার

আন্তর্জাতিক ডেস্ক:

প্রকাশ : 08 আগস্ট 2024, বৃহস্পতিবার, সময় : 20:56, পঠিত 260 বার

ভেনেজুয়েলায় নির্বাচনের ফল প্রত্যাখ্যানকারীদের তথ্য পেতে তৎপরতা চালাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। সমর্থকদের প্রতি দেওয়া ভাষণেও একই ধরনের আহ্বান জানিয়েছেন তিনি। নিজ বাসভবনের ব্যালকনিতে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘তাদের ধরিয়ে দিন।


মাদুরোর তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়াকে যাঁরা প্রশ্নবিদ্ধ করছেন, তাঁদের ইঙ্গিত করে এমনটা বলেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। গত ২৮ জুলাই ভেনেজুয়েলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। বিরোধীদের অভিযোগ, নির্বাচনে কারচুপি হয়েছে। তাঁরা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন।


নির্বাচনের ফলকে কেন্দ্র করে গত সপ্তাহে তেলসমৃদ্ধ দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। মানবাধিকার সংস্থাগুলো বলছে, সংঘর্ষের ঘটনায় ২৪ জন নিহত হয়েছেন। ভেনেজুয়েলার সরকার বলেছে, এতে দুই সেনাও নিহত হয়েছেন।


গতকাল নির্বাচনের ফলের বিরোধিতাকারীদের ইঙ্গিত করে মাদুরো বলেন, ‘ফ্যাসিবাদী অপরাধীদের সম্পর্কে আমাকে জানান, যেন আমি তাদের খুঁজে বের করতে পারি! আমি রাস্তায় রাস্তায়, এ এলাকা, ওই এলাকায় জনগণকে সুরক্ষা দেব!


মাদুরো বলেছেন, বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় ২ হাজার ২০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। বিরোধীদলীয় নেতা এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া ও মারিয়া কোরিনা মাচাদোকে কারাবন্দী করা হয়েছে। বিরোধীদের বিরুদ্ধে জনগণের কাছ থেকে তথ্য চেয়ে মাদুরোর সরকার একটি ফোন অ্যাপ এবং একটি সামরিক ফোন লাইন তৈরি করেছে। মানবাধিকারকর্মীরা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।


মাদুরো সরকারের এ উদ্যোগের কথা প্রচার করে রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক বলেন, ‘রিপোর্ট করুন। আপনারা কি দেখেছেন যে আপনারা ফ্যাসিবাদীদের সম্পর্কে, সন্ত্রাসীদের সম্পর্কে তথ্য জানাতে পারবেন?


অবশ্য পরে গুগল ও অ্যাপল স্টোর অ্যাপটি বন্ধ করে দিয়েছে। মাদুরো বলেছেন, তাঁরা ইতিমধ্যে এসব মাধ্যমে পাঁচ হাজারের বেশি হুমকির তথ্য পেয়েছেন।


ভেনেজুয়েলার জেনারেল ডিরেক্টরেট অব মিলিটারি কাউন্টারইনটেলিজেন্সও (ডিজিসিআইএম) অভিযোগ জানানোর জন্য একটি টেলিফোন লাইন চালু করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তারা বলেছে, ‘অপারেশন তুন তুন শুরু হচ্ছে। ‘তুন তুন’ দিয়ে মূলত দরজায় কর্তৃপক্ষের কড়া নাড়ানোর শব্দের কথা বলা হয়েছে।  মাদুরো বলেছেন, গ্রেপ্তার ব্যক্তিদের স্থানান্তরের জন্য দুটি সর্বোচ্চ নিরাপত্তাবিশিষ্ট কারাগার প্রস্তুত রাখা হয়েছে।


সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




আন্তর্জাতিক পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com