তাজা খবর: |
Tuesday, 10 December, 2024, at 7:49 PM | ENGLISH |
|
মতামতনোয়াখালীতে মুসলমানদের ধর্ম ও নামাজ নিয়ে কুটুক্তি করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধেনিজস্ব প্রতিবেদক :
প্রকাশ :
15 সেপ্টেম্বর 2022, বৃহস্পতিবার,
সময় :
11:21,
পঠিত 1311 বার
নোয়াখালী সেনবাগ উপজেলার ছাতার পাইয়া গ্রামের এক যুবকের বিরুদ্ধে ইসলাম ধর্ম এবং মুসলমানদের নামাজ নিয়ে কুটুক্তি করার অভিযোগ উঠেছে।এ ঘটনাটি ঘটেছে,গত ২ ই সেপ্টেম্বর ২০২২ শুক্রবার দুপুরের দিকে ঐ যুবকের নিজ বসত বাড়িতে। স্থানীয় সূত্রে জানা গেছে,ছাতার পাইয়া গ্রামের মো:খোরশেদ আলমের ছেলে নাইমুল ইসলাম দীর্ঘদিন পর ঢাকা থেকে বাড়িতে আসলে। পরিবার তাকে নামাজ এবং ধর্মীয় কাজ করতে বললে,সে মুসলমানদের নামাজ নিয়ে বিভিন্ন কুটুক্তিকর মন্তব্য করেছে এবং ধর্মীয় কাজগুলোকে এড়িয়ে চলছে।পরে গত ২ই সেপ্টেম্বর শুক্রবার ২০২২ জুমার নামাজের সময় তার পরিবারের সদস্যরা তাকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার জন্য অনুরোধ করলে।সে নামাজকে কুটুক্তিকর এবং অপমান করে কথা বলে আজে বাজে মন্তব্য করেছেন।একপর্যায়ে বিষয়টি তার সমাজের মসজিদে ছড়িয়ে পড়লে। এ সময় এলাকার মুসল্লিরা বিষয়টি জানার পর ক্ষিপ্ত হয়ে তার বিচারের দাবিতে নামাজ শেষে মিছিল নিয়ে তাদের বাড়িতে যায়।এলাকার মান্যগন্য মুসুল্লিদের আগমন টের পেয়ে তাৎক্ষনিক নাইমুল ইসলাম জনরোষে পালিয়ে যায়।এলাকাবাসীর দাবি নাইমুল ইসলাম একজন নাস্তিক তার কথায় এটাই সুস্পষ্ট।এলাকার ১ নং ওয়ার্ড মেম্বার জানায়, শুক্রবার মসজিদে নামাজ পড়তে গিয়ে বিষয়টি জানার পর তৌহিদী মুসলিম জনতা উত্তেজিত হয়ে পড়লে,আমি বিষয়টি পুলিশকে জানাই।নাঈমুল ইসলাম নামের ছেলেটি ইসলামের দুশমন তাকে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার করার জন্য অনুরোধ জানাই পুলিশকে। নাইমুল ইসলামের চাচাতো ভাই কোরআনে হাফেজ(ইমাম)গণকন্ঠেকে জানায়,এর আগে ২০২১ইং সালে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়েও খারাপ মন্তব্য করে জনরোষে পড়েন নাইমুল ইসলাম।এলাকার জনসাধারণের দাবি তাকে অতিসত্বর গ্রেফতার করে ফাঁসি দিতে হবে। বিষয়টি নিয়ে হেপাজতে ইসলাম বাংলাদেশ সেনবাগ শাখা নাইমুল ইসলামের বিচারের দাবীতে ছাতার পাইয়া বাজারে গন- মিছিল করা হয়েছে। এ বিষয়ে জানতে নাইমুল ইসলামের সাথে যোগাযোগ করার একধিকবার চেষ্টা করার পরেও সে কল রিসিভ না করায় ম্যাসেজ দেওয়ার পর,তাতেও সে কোন রকম সাড়া দেয়নি।নামাজ ও ধর্ম বিরোধী কুটুক্তি কারী নাইমুল ইসলামকে অতিদ্রুত গ্রেফতার করে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার জড়ালো দাবি করছে এলাকার স্থানীয় সচেতন মহল।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মতামত পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|