তাজা খবর: |
Tuesday, 10 September, 2024, at 9:19 AM | ENGLISH |
|
জাতীয়দেশে পুরুষের চেয়ে নারী বেশি সাড়ে ১৫ লাখনিজস্ব প্রতিবেদক :
প্রকাশ :
28 নভেম্বর 2023, মঙ্গলবার,
সময় :
17:18,
পঠিত 583 বার
দেশে বর্তমানে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ৩ জন। আর নারী ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন। এই হিসেবে পুরুষের চেয়ে ১৫ লাখ ৫২ হাজার ৭৮১ জন নারী বেশি রয়েছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কার্যালয়ে জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। বিবিএস জানায়, শতকরা হিসাবে পুরুষ ৪৯ দশমিক ৫৪ শতাংশ ও নারী ৫০ দশমিক ৪৬ শতাংশ। অর্থাৎ পুরুষের চেয়ে নারীর সংখ্যা শূন্য দশমিক ৯২ শতাংশ বেশি। মোট জনসংখ্যার মধ্যে শহরে বাস করেন ৫ কোটি ৩৭ লাখ ৬৩ হাজার ১০৭ জন। আর গ্রামে বসবাস করেন ১১ কোটি ৬০ লাখ ৬৫ হাজার ৮০৪ জন। প্রতি বর্গকিলোমিটারে বাস করেন ১ হাজার ১১৯ জন। এ ছাড়া মোট জনসংখ্যার ৩৭ দশমিক ২১ শতাংশ কোনো না কোনো কাজে নিয়োজিত। আর কাজ না করা জনগোষ্ঠী ২৯ দশমিক ৩২ শতাংশ, গৃহস্থালি কাজে নিয়োজিত ৩১ দশমিক ৮২ শতাংশ এবং কাজ খুঁজছেন ১ দশমিক ৬৫ শতাংশ।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
জাতীয় পাতার আরও খবর
|
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
|
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটুসম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
|