তাজা খবর:

গলাচিপায় জমি দখল নিয়ে সংঘর্ষে আহত ১০ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন : নতুন চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের সৌজনো নৈশভোজ নতুন ডিজিএফআই প্রধান জাহাঙ্গীর আলম সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেফতার ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিতের ফল প্রকাশ অর্থনীতিতে নোবেল পেলেন ডেরন আসেমোগ্লু, সাইমন জনসন ও জেমস এ রবিনসন Tuesday, 15 October, 2024, at 9:47 AM

ENGLISH

রাজধানী

"সুস্থ শিশু, সুস্থ মা মিডওয়াইফ ছাড়া হবে না"

আহসান হাবিব সোহেল স্টাফ রিপোর্টার:

প্রকাশ : 19 জুন 2022, রবিবার, সময় : 17:39, পঠিত 1597 বার

বৈঠকের শ্লোগান ছিলো- "সুস্থ শিশু, সুস্থ মা মিডওয়াইফ ছাড়া হবে না" । মিডওয়াইফদের সম্মিলিত কন্ঠস্বর বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি” (বিএমএস) এর নবগঠিত নির্বাহী কমিটি রবিবার, ১৯ জুন সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটে নসরুল হামিদ, অডিটোরিয়ামে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে। 


বিএমএস এর প্রজেক্ট ম্যানেজার শারমিন শবনম জয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। ঢাকা নার্সিং কলেজ, ইউএনএফপিএ ব্র্যাক, নারীপক্ষ এবং টিএমএসএস সহ সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 


২০১৮ সাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে মাতৃ ও শিশু মৃত্যুর হার কমানো এবং নিরাপদ প্রজনন ব্যবস্থার নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে মিডওয়াইফ। 


অনুষ্ঠানে "আমি সেই মেয়ে" কবিতাটি মিডওয়াইফদের উদ্দেশ্যে উৎসর্গ করে আবৃত্তি করেন সাকিলা মতিন মৃদুলা। অনুষ্ঠানের শুরুতে মিডওয়াইফদের নিয়ে একটি গান পরিবেশন করা হয়। ভাইস প্রেসিডেন্ট তামিম আক্তার তার বক্তব্যে বলেন, ২০১০ সাল থেকে ২০২২ পর্যন্ত বিএমএসএর প্রাতিষ্ঠানিক ইতিহাস। ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত বিএমএস ও রয়্যাল কলেজ অব মিডওয়াইফা (আরসিএম) এর টুইনিং প্রজেক্টের আওতায় মিডওয়াইফারি প্রোগ্রামের সার্বিক উন্নয়নে ও প্রচারণায় সরকারি ও বেসরকারি সকল স্টেকহোল্ডারদের সাথে কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, এত বছরের পথচলায় এই অর্জনের ভাগীদার সংশ্লিষ্ট সকলেই। দেশের সার্বিক কল্যানে মিডওয়াইফদের কার্যক্রমকে ছড়িয়ে দিতে হবে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, ইউনিয়ন সাব সেন্টার ও জেলা উপজেলায় হাসপাতালে নিরাপন নরমাল ডেলিভারির জন্য মিডওয়াইফরা কাজ করছে।


বিএমএস এর জেনারেল সেক্রেটারি, সংগীতা সাহা প্রেমা বলেন, অপ্রয়োজনীয় সিজার প্রতিরোধে ও মায়েদেরকে পরিবার পরিকল্পনায় কাউন্সিলিং ও সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রেও মিডওয়াইফদের ভূমিকা অনস্বিকার্য বলে মনে করি । তিনি আরও বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকাগণদের মিডওয়াইফ সমমান দেওয়ার লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য গত ১১ জানুয়ারী ২০২১ তারিখে একটি কমিটি গঠন করা হয়েছে। আমরা আশা এবং বিশ্বাস রাখছি কতৃপক্ষ মিডওয়াইফদের শিক্ষাগত এবং গুনগত মান বিবেচনায় রেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।


বিএমএস এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট সৈয়দা মাহফুজা আক্তার বলেন, প্রত্যন্ত অঞ্চলে মিডওয়াইফরা অনেক কষ্ট করে কাজ করছেন । সফলতার উদাহরন হিসেবে তিনি উল্লেখযোগ্য বিভিন্ন ঘটনা তুলে ধরেন। উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, ইউনিয়ন সাব সেন্টার ছাড়াও রোহিঙ্গা রিফুজি ক্যাম্পগুলোতে কাজ করছেন মিডওয়াইফরা সে বিষয়ে আলোকপাত করেন আরেফিন মিম, কার্যনির্বাহী সদস্য। 


বিশিষ্ট সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ মিডওয়াইফদের উৎসাহ প্রদান করেন। এবং বেবিদের নিয়ে একটা গান গেয়ে শোনান।


ব্র্যাক, নারীপক্ষ এবং ইউএনএফপিএর কর্মকর্তারা মিডওয়াইফ এবং বিএমএসের কাজের প্রশংসা করেন। নারীর উন্নয়নে মিডওয়াইফরা সাহসী ভূমিকা রাখছে বলে তারা মন্তব্য করেন। 

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।




রাজধানী পাতার আরও খবর

  • সর্বশেষ সংবাদ

    সর্বাধিক পঠিত

    সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : প্ল্যানার্স টাওয়ার, ১০তলা, ১৩/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলামটর, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ।
    ফোন: +৮৮-০২-৪১০৬৪১১১, ৪১০৬৪১১২, ৪১০৬৪১১৩, ৪১০৬৪১১৪, ফ্যাক্স: +৮৮-০২-৯৬১১৬০৪, হটলাইন : +৮৮-০১৯২৬৬৬৭০০১-৩
    ই-মেইল : [email protected], [email protected] , Web : http://www.banglakhabor24.com